চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১১ এপ্রিল, ২০১৮

৯৯৯-এ মায়ের কল উদ্ধার হলো মেয়ে

জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোনের পর এক মেয়েকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ওই মেয়েকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সদর থানার ওসি মনজুর রহমান জানান, সোমবার ৯৯৯-এ এক নারী ফোন করে জানানÑ তার মেয়েকে কে বা কারা অপহরণ করে নিয়ে গেছে। মেয়েকে উদ্ধারে দাবি জানান তিনি। কল সেন্টার থেকে দ্রুতই বিষয়টি জানানো হয় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারকে। পরে পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন সদর থানা পুলিশকে। ঘটনার বিবরণ শোনার পর অভিযানে নামে পুলিশের কর্মকর্তারা। দ্রুত সময়ের মধ্যেই তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। উদ্ধারের অভিযানে নেতৃত্ব দেন সদর থানার এসআই মশিউর রহমান।

মশিউর রহমান জানান, অভিযানের শুরুতেই ওই মেয়ের প্রেমিককে শনাক্ত করে পুলিশ। পরে তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রয়োজনীয় তথ্য জানার পর ঢাকার কল্যাণপুর থেকে ওই মেয়েকে উদ্ধার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist