ইবি প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০১৮

ইবিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সাক্ষাৎকার ১৬ জানুয়ারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-২০১৮ শিক্ষবর্ষের অনার্স (¯œাতক) প্রথম বর্ষের মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে সংশ্লিষ্ট কমিটির আহবায়ক অধ্যাপক ড. মিজানুর রহমানের বিভাগীয় কক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়। প্রেস বার্তায় উল্লেখ করা হয়, সাক্ষাৎকারে অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সনদের মূল কপি, মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্কের প্রমাণপত্র এবং কোটা ও সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। একদিকে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অপেক্ষমান তালিকার সাক্ষাৎকারও একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় শিফ্টের অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ওইদিন সকাল ৯টা হতে অনুষদ ভবনস্থ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist