জাবি প্রতিনিধি

  ২৭ মে, ২০২৪

২২ দিনের ছুটিতে জাবি শিক্ষার্থীরা

পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ৩০ মে থেকে ২০ জুন পর্যন্ত ছুটি পাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সে হিসাবে মোট ২২ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসগুলো বন্ধ থাকবে। শ্রেণি কার্যক্রম ৩০ মে থেকে ২০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত এবং ঈদুল আজহা উপলক্ষে ১৩ জুন হতে ২০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close