সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

  ২৭ মে, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচন

সিরাজদিখানে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

ভোটগ্রহণের মাত্র দুদিন আগে সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল যাদীত ইরান। দোয়াত কলম  প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচার চালাচ্ছিলেন তিনি। থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাপ পিরিচ প্রতীকের প্রার্থী আবু বকর সিদ্দিককে সমর্থন দিয়েছেন। গতকাল রবিবার আবু বকর সিদ্দিকের আলোচনা সভায় এ ঘোষণা দেন তিনি। সমর্থন দিয়ে আবদুল্লাহ আল যাদীত ইরান বলেন, আমার নিজের ইচ্ছায় এলাকার উন্নয়নের স্বার্থে আমি সরে গিয়ে আবু বকর সিদ্দিককে সমর্থন দিলাম। বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক।

আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক আমজাদ সরকার, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আলী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close