শাবিপ্রবি প্রতিনিধি

  ১০ মে, ২০২৪

‘সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন’

প্রত্যাহারের দাবি শাবিপ্রবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশনকে ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ উল্লেখ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শাবিপ্রবি শিক্ষক সমিতি কর্তৃক এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন, সর্বজনীন বলতে আমরা বুঝি সবার জন্য, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষকদের ওপর যে স্কিম চালু করা হচ্ছে, এটা বৈষম্যমূলক। প্রজ্ঞাপনটি দ্রুত প্রত্যাহারের আবেদন জানাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close