রংপুর ব্যুরো

  ০৩ মে, ২০২৪

রংপুরে টেন্ডার ডেটাবেইজ শীর্ষক কর্মশালা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিআইএমএপিপিপি) রংপুর এলজিইডির সহায়তায় ওয়ার্কশপ এবং জাতীয় টেন্ডারারের ডেটাবেইজ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার আরডিআরএস বেগম রোকেয়া হল রুমে দিনব্যাপী এলজিইডি আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. লুৎফর রহমান বলেন, ইজিপির নিয়ম অনুযায়ী সবাই টেন্ডার ড্রপ করবেন। আপনাদের মধ্যে অনেকেই আছে ইজিপি সম্পর্কে কিছুই জানে না। আজকের এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ইজিপি সম্পর্কে আপনাদের সবাইকে অবগত করা।

কর্মশালায় ইজিপি সম্পর্কে প্রেজেন্টেশন করেন এলজিইডি সদর সপ্তরের নির্বাহী প্রকৌশলী সোনিয়া নওরিন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী প্রকৌশলী, এলজিইডি রংপুর ও ডিআইএমএপিপিপির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি রংপুর জেলার উন্নয়ন সহযোগী ঠিকাদার ও ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close