শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০২৪

শ্রীমঙ্গলে শীতার্ত মানুষের পাশে প্রবাসী আলম ও বিলকিস

শ্রীমঙ্গলে উন্নতমানের শীতবস্ত্র নিয়ে শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন আমেরিকা প্রবাসী মো. আলম উদ্দিন ও তার সহধর্মিণী বিলকিস আক্তার। গতকাল রবিবার উপজেলার শাহজির বাজার এলাকায় তাদের নিজ বাড়ি আলম মঞ্জিলে তিন শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের কম্বল তুলে দেন তারা। এ সময় অতিথি ছিলেন- শ্রীমঙ্গল থানার এসআই মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, বিশিষ্ট সমাজ সেবক সবুজ মিয়া। আমেরিকা প্রবাসী মো. আলাম উদ্দিন ও তার সহধর্মিণী বিলকিস আক্তার প্রতিবছরই তাদের ওপার্জিত বৈদেশিক মুদ্রার একটি অংশ নিজ এলাকা শ্রীমঙ্গলের হতদরিদ্র মানুষের কল্যাণে খরচ করেন। শীতবস্ত্র বিতরণ, রিকশা বিতরণ, অসুস্থদের চিকিৎসা সহায়তা, সমাজের গরিব অসহায় মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম বছর জুড়েই করে থাকেন তারা।

প্রবাসী আলাম উদ্দিন বলেন, আমরা প্রতিবছর দেশে এসে এবং আমেরিকা থেকেও আমাদের এলাকার মানুষকে বিভিন্ন ধরনের সহযোগিতা করি। তিনি বলেন, আমরা মনে করি এটা আমাদের ঈমানি দায়িত্ব। সব সময় যেন মানুষের পাশে থাকতে পারি সে জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close