ইবি প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২৪

ইবি ল্যাবরেটরি স্কুল

বেতন-ভাতা দাবিতে মানববন্ধন

দুই মাস ধরে যথাসময় বেতন-ভাতাদি পাচ্ছেন না শিক্ষক-কর্মচারীরা। বেতনের জন্য প্রতি মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করতে হয় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকে। ফলে ব্যাহত হয় প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এরই পরিপ্রেক্ষিতে বেতন-ভাতাদির স্থায়ী সমাধান ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। গত শনিবার প্রশাসন ভবনের সামনে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহ. মুজাম্মিল হক মোল্লাহর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘আমার সবাই পড়তে চাই আমার শিক্ষকের বেতন চাই’, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’সহ নানা প্ল্যাকার্ড দেখা যায়।

এ সময় এতে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক, মো. গোলাম মামুন, মোহা. গোলাম কিবরিয়া, মো. আবদুল আলীম, আনজুমান আরা, ফেরদৌসী খাতুন, আফরোজা বেগম, এনায়েতুন পারভীন, মর্জিনা আফরিন, বুলবুল আহমেদ, মশিউর রহমান, মো. জিয়ারুল ইসলাম। এছাড়া কর্মচারী মো. রফিকুল ইসলাম, মো. সোহরাব হোসেন ও রাবেয়া খাতুনসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close