reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০২৪

গোপালগঞ্জে প্রত্যাগত অভিবাসীদের ওরিয়েন্টেশন

প্রত্যাগত অভিবাসীকর্মীদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে গতকাল বেলা ১১টায় গোপালগঞ্জ ওয়েলফেয়ার সেন্টারে রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ে একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ যোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), সৌরেন্দ্র নাথ সাহা। ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, অধ্যক্ষ টিটিসি, সহকারী পরিচালক, ডিইএমও, ম্যানেজার, প্রবাসীকল্যাণ ব্যাংক, সহকারী পরিচালক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আইওএম বাংলাদেশ, ওকাপ প্রতিনিধিসহ প্রত্যাগত অভিবাসীকর্মীরা।

অনুষ্ঠানে প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে আগত অতিথি ও প্রত্যাগত অভিবাসীদের অবহিত করা হয়। এরপর রেফারেল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিকেল ৪টায় কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রেইজ প্রকল্পের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাপার্ডের পক্ষে পরিচালক মো. মাহমুদুন্নবী এবং রেইজ প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন পযায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে প্রত্যাগত অভিবাসী কর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে বাপার্ড প্রদত্ত বিভিন্ন আয়বর্ধক প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্তির মাধ্যেমে আত্মকর্মসংস্থানে ভূমিকা রাখতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close