চট্টগ্রাম ব্যুরো

  ০৮ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রাম নগরীতে প্রার্থীরা যেখানে ভোট দিলেন

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নিদ্দিষ্ট কেন্দ্রে ভোট দিয়েছেন। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সকালে আন্দরকিল্লা মুসলিম অ্যাডুকেশন সোসাইটি বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর, খুলশী ও পাঁচলাইশের একাংশ) আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দুজন। এরা হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম ও সাবেক যুবলীগ নেতা ফরিদ মাহমুদ। স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডে হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে তিনবারের সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এম এ লতিফ ৩৬ নম্বর ওয়ার্ডের বারিক মিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, ‘বিএনপি জনগণকে নির্বাচন বর্জনের ডাক দিলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। ভোটারদের ব্যাপক উপস্থিতিতে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে।’

রবিবার সকালে নগরীর বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এসময় মেয়র বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ভোট দিয়েছি। আপনাদের সমর্থনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আরো দৃঢ়ভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close