ক্রীড়া ডেস্ক

  ২৭ মে, ২০২৪

লেভারকুসেনের অবিশ্বাস্য মৌসুম

অবিশ্বাস্য একটা মৌসুমই কাটাল বায়ার লেভারকুসেন। ক্লাব ইতিহাসে প্রথমবার লিগ শিরোপা, সেটাও আবার পুরো মৌসুম অপরাজিত থেকে। ইউরোপিয়ান ক্লাব ইতিহাসে রেকর্ড ৫১ ম্যাচের অপরাজিত যাত্রা। সেই সঙ্গে প্রথমবার ট্রেবল জয়ের সুযোগ।

এমন দুর্দান্ত যাত্রায় অপ্রত্যাশিত ধাক্কা হয়ে আসে ইতালিয়ান ক্লাব আটালান্টা। চার দিন আগে ইউরোপা লিগের ফাইনালে জিয়ান পিয়েরো গাসপেরিনির দলের বিপক্ষে ৩-০ গোলে হেরে ট্রেবলের স্বপ্ন ভেঙে যায় জাবি আলোনসোর। তবু ক্লাব ইতিহাসে মৌসুমে ডাবল জেতার সুযোগ ছিল সামনে। সেটা হাতছাড়া করেনি লেভারকুসেন। পরশু রাতে জার্মান কাপের ফাইনালে কাইজারস্লটার্নকে ১-০ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতেছে আলোনসোর দল।

লেভারকুসেনের জয়টা অবশ্য সহজ ছিল না। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরুতে হলুদ কার্ড দেখেছিলেন লেভারকুসেনের আইভরিকোস্টের ডিফেন্ডার ওদিলন কোসসুনু। প্রথমার্ধের শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান তিনি।

জার্মান ফুটবলের দ্বিতীয় স্তর বুন্দেসলিগা দুইয়ের ক্লাব কাইজারস্লটার্ন। শক্তিতে এগিয়ে থাকলেও পুরো ৪৫ মিনিট একজন কম নিয়ে খেলা কঠিন। বিশেষ করে এবারের জার্মান কাপে চমক জাগানো এক দলের বিপক্ষে। তবে পা ফসকায়নি শাবি আলোনসোর দলের। ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে গ্রানিত সাকার বুলেট গতির শটে এগিয়ে গিয়েছিল লেভারকুসেন। শেষ পর্যন্ত ওই গোলটিই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। পুরো মৌসুমে ৫৩ ম্যাচ খেলে ১ হার ও দুটি শিরোপা নিয়ে মৌসুম শেষ করলেন শাবিরা।

পাশাপাশি জার্মান কাপের ৮৯ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল লেভারকুসেন। এর আগে ১৯৯৩ সালে এ শিরোপা জিতেছিল দলটি। পুরো ক্লাবের ইতিহাসে এখন পর্যন্ত শীর্ষস্তরের প্রতিযোগিতায় চারটি শিরোপা জিতেছে লেভারকুসেন, এর মধ্যে দুটি এলো এই মৌসুমে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close