ক্রীড়া প্রতিবেদক

  ২৫ মে, ২০২৪

বসুন্ধরার বিপক্ষে ড্রতে স্বস্তি রহমতগঞ্জের

লিগ শিরোপা আগেই ঘরে তোলা বসুন্ধরা কিংসের মধ্যে ছিল না মরিয়া ভাব। তবে অবনমন অঞ্চলের কাছাকাছি থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির জন্য ম্যাচটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। সেই লক্ষে চ্যাম্পিয়নদের আটকে রেখে মূল্যবান একটি পয়েন্ট তুলে নিল রহমতগঞ্জ। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল শুক্রবার কিংসকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় রহমতগঞ্জ। ১৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে আছে তারা। তলানিতে থাকা ব্রাদার্স ইউনিয়নের ১৬ ম্যাচে পয়েন্ট ৭। টানা পঞ্চমবারের মতো লিগ জয়ের অনন্য কীর্তি কদিন আগেই গড়েছে কিংস। ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট অস্কার ব্রুসনের দলের। তাদের বাকি রয়েছে এক ম্যাচ। রবসন দ্য সিলভা রবিনিয়ো, দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো, রাকিব হোসেনের মতো নির্ভরযোগ্যদের ছাড়া একাদশ সাজান অস্কার ব্রুসন। আক্রমণভাগে এ তিনজনের অনুপস্থিতি শুরু থেকে অনুভব করতে থাকে কিংস। যদিও বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল কিংস, কিন্তু আমিনুর রহমান সজীব, মিগেল ফিগেইরা দামাশেনো তেমন কোনো পরীক্ষা নিতে পারছিলেন না রহমতগঞ্জ গোলরক্ষকের। বরং প্রথমার্ধের শেষ দিকে সেরা সুযোগটি তৈরি করে রহমতগঞ্জ। স্যামুয়েল কোনির ব্যাক হিলে ইসকান্দার সিদ্দিকজনোভের দূরের পোস্টে বাড়ানো ক্রসে সøাইডে টোকা দিয়েছিলেন আর্নেস্ট বোয়াটেং, কিন্তু বল প্রতিহত হয় পোস্টে লেগে। ৭০তম মিনিটে দামাশেনো দারুণ থ্রু বল বাড়িয়েছিলেন বক্সে। কিন্তু গতি বেশি থাকায় বলের নাগাল পাননি গফুরভ; সহজেই গ্লাভসে জমান গোলরক্ষক মামুন আলিফ। একটু পর মজিবুর রহমান জনির শট যায় পোস্টের বেশ বাইরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close