ক্রীড়া প্রতিবেদক

  ২৩ সেপ্টেম্বর, ২০২২

বেতন বাড়ার আশ্বাস সাবিনাদের

হিমালয় থেকে সাফ জয়ের মুকুট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফিরে রাজসিক সংবর্ধনাও পেয়েছেন সানজিদা-সাবিনারা। সেই সঙ্গে নানা মাধ্যমে থেকে পাচ্ছেন পুরস্কারের ঘোষণা। এত সুখবরের মাঝে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকেও বেতন বাড়ার আশ্বাস পেয়েছেন সাবিনা খাতুনরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন সাবিনাদের সম্মানজনক বেতন দেওয়া আশা দিয়েছেন। তবে সেটা কেমন হবে সেটা বলেননি। এ ব্যাপারে অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘আসলে টাকার অঙ্কটা কেমন হবে তা এখন বলা যাচ্ছে না। তবে সম্মানজনক একটি অবস্থানে নেওয়া হবে বলা হয়েছে।’

গতকাল কাজী সালাউদ্দিনের সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে অধিনায়ক বলেন, ‘আজ আমরা সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমরা আমাদের চাওয়া-পাওয়াগুলো জানিয়েছি। তিনি তা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আমাদের বেতন বাড়ানোর কথা বলেছি। তিনি (সালাউদ্দিন) মেনে নিয়েছেন। শিগগিরই বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন।’

অধিনায়ক আরো বলেছেন, ‘আপনারা জানেন বাংলাদেশে ক্রিকেট ও ফুটবল ছাড়া অন্য কোনো নারী দলের খেলোয়াড়রা বেতন সেভাবে পান না। আমরা সেই দিক থেকে নিজেদের সৌভাগ্যবান মনে করি।’ চলতি বেতন কাঠামো অনুযায়ী, তিনটি শ্রেণিতে বাংলাদেশের ৩৬ জন নারী ফুটবলার বেতন পাচ্ছেন। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরি অনুযায়ী সাবিনারা পাচ্ছেন মাত্র ১২ হাজার টাকা। বেতন ছাড়া ফুটবলারদের মূল আয় হলো ম্যাচ ফি। এখানে মূলত মেয়েরা ভালো আয়ই করছেন। সেই সঙ্গে ক্লাব ফুটবল থেকেও আয় আছে মেয়েদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close