ক্রীড়া প্রতিবেদক

  ২৮ অক্টোবর, ২০২১

এএফসি অ-২৩ হারে শুরু বাংলাদেশের

বাংলাদেশ ০-১ কুয়েত

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাইয়ে মারুফুল হকের বাংলাদেশের যাত্রার শুরুটা সুখকর হয়নি। গতকাল কুয়েতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিক উজবেকিস্তান ২-২ গোলে ড্র করেছে সৌদি আরবের সঙ্গে। টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩০ অক্টোবর স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে।

কুয়েত ম্যাচের একমাত্র গোলটি হয় ম্যাচের ১৯ মিনিটে। নিজেদের বক্স থেকে বাড়ানো লম্বা বল বক্সের সামনে এলে বাংলাদেশের গোলরক্ষক পাপ্পু পোস্ট ছেড়ে বক্সের সামনে চলে আসেন বল ধরতে। গোলরক্ষক বল ধরার আগেই কুয়েতের ফরোয়ার্ড বলের নিয়ন্ত্রণ নিয়ে বল জালে পাঠান।

গোল হজমের মিনিটখানেক আগে বক্সের একটু সামনে ফ্রি কিক পায় কুয়েত। সেই ফ্রি কিকে অধিনায়ক টুটুল হোসেন বাদশা লাফিয়ে হেড করতে উঠেছিলেন। রেফারি তাকে ফাউলের পাশাপাশি পেনাল্টির নির্দেশ দেন। তবে ভিডিওতে স্পষ্ট বোঝা যায়নি কেন রেফারি এমন সিদ্ধান্ত দিলেন।

ম্যাচে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ ভালোই খেলেছে। গোল পরিশোধের চেষ্টা করেছে ম্যাচের বাকি সময়। সিনিয়র জাতীয় দলের ফুটবলার রহমত, ইয়াসিনরা রক্ষণের পাশাপাশি আক্রমণেও জোগান দেওয়ার চেষ্টা করেছেন। কয়েকটি ভালো আক্রমণ হলেও ফিনিশিং দুর্বলতায় ম্যাচে সমতা আনা হয়নি। একটি কর্নার থেকে জটলার মধ্যে কুয়েতের ডিফেন্ডারের বল হাতে লাগলে বাংলাদেশের ফুটবলাররা হ্যান্ডবলের জোরালো আবেদন করলেও রেফারি গুরুত্ব দেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close