ক্রীড়া ডেস্ক

  ২৬ সেপ্টেম্বর, ২০২১

‘অভিমানী’ আলভেজ

ব্রাজিলের সমৃদ্ধ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রাইট ব্যাক তিনি। ছিলেন বার্সেলোনা, পিএসজি, জুভেন্টাসের মতো দলের অপরিহার্য অংশ। কিন্তু সেসব এখন সোনালি অতীত। সময়ের বেড়াজালে বয়সটা ৩৮ ছুঁয়েছে আগেই। তিনি আর কেউ নন কয়েক দিন আগেই টোকিও অলিম্পিকে ব্রাজিলের স্বর্ণজয়ী দলের সদস্য দানি আলভেজ। কিন্তু সদ্যই জানা গেছে আগামী মাসের বিশ্বকাপ বাছাইয়ের দলে তাকে রাখেননি কোচ তিতে।

এমন ঘটনায় কষ্ট পেয়েছেন বর্ষীয়ান এই রাইট ব্যাক। একবুক হতাশা নিয়ে ঘোষণা দিয়েছেন ২০২২ সালের আগে আর যোগ দেবেন না নতুন কোন ক্লাবে। কিছুদিন ধরেই সময়টা বেশ খারাপ যাচ্ছে এই তারকা ফুটবলারের। ব্রাজিলিয়ান ক্লাব সাওপাওলোর সঙ্গে বেতন নিয়ে বনিবনা না হওয়ায় তার সঙ্গে চুক্তি বাতিল করে দলটি। এর পরপরই জানা গেল ব্রাজিল দলে নেই তার নাম।

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আলভেজ লিখেন, ‘অনেক সময় এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তবে জীবনে কিছুই সহজ নয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close