ক্রীড়া প্রতিবেদক

  ১৮ জানুয়ারি, ২০২১

টাইগারদের জার্সিতে মুক্তিযুদ্ধের ছাপ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ জার্সির পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, উইন্ডিজের বিপক্ষে আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জার্সিতে থাকবে মুক্তিযুদ্ধের ছাপ। তার মানে, নতুন বছরে একদম নতুন নকশার জার্সিতে দেখা যাবে টাইগারদের।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশ চলতি বছরের ২৬ মার্চ পূর্ণ করবে পঞ্চাশ বছর। গত বছর থেকেই বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করা হচ্ছে। মুজিববর্ষের ব্যাপ্তি নিয়ে আসা হয়েছে এই বছর পর্যন্ত। এই দুই উপলক্ষকে ঘিরে বিসিবির বড় আয়োজনই ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা আলোর মুখ দেখেনি। এবার তাই জার্সিতে তার কিছুটা ফুটিয়ে তুলতে চায় বিসিবি।

এ ব্যাপারে আকরাম খান বলেন, ‘পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা এ উপলক্ষে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ। যেহেতু আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদ্যাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি।’

তিনি আরো বলেন, ‘জার্সিটা কিন্তু আমরা আমাদের জাতীয় পতাকার মতো করেছি। সবুজ ও লাল দিয়ে করা। এখানে অন্য কোনো রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। তুলে ধরেছি আমাদের বিজয়ের পর মুক্তিযোদ্ধারা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতা উদ্যাপন করেছে সেটা এবং তার সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ আছে ওটাও আমরা জার্সিতে তুলে ধরেছি। আশা করছি আপনাদের সবার এটা ভালো লাগবে।’

এ ছাড়া স্মারক কয়েনের চিন্তাও করছে বোর্ড, সেটা জানিয়ে রাখলেন আকরাম, ‘আমাদের অনেক কিছু করার ইচ্ছা ছিল। কিন্তু কোভিডের জন্য আমরা পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। তার পরও আমরা চেষ্টা করছি আরো কিছু করার। স্মারক কয়েনের জন্যও চেষ্টা করছি। আমাদের হাতে যথেষ্ট সময় আছে এটা তৈরি করার।’

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে কর্মসূচিগুলো যথাযথভাবে করা না যাওয়ায় মুজিববর্ষের মেয়াদ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। মহামারির কঠিন সময়ে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার খুলতে চলা সিরিজটি বিসিবি নামকরণ করেছে বঙ্গবন্ধুর নামে। মুজিববর্ষের সময়টায় ঘরের মাঠে আরো যতগুলো ক্রিকেট ম্যাচ বা সিরিজ খেলবে বাংলাদেশ, তার সব কটিই হবে জাতির পিতার নামে।

আগামী বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে টাইগাররা। ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। ২৫ জানুয়ারি চট্টগ্রামে হবে তৃতীয় ওয়ানডে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close