মাহবুব-এ-খোদা

  ২৭ জানুয়ারি, ২০২৪

ইচ্ছে পাখি

ইচ্ছে করে মন আকাশে

অহরহ উড়ি,

পাখির মতো ডানা মেলে

দেশ-বিদেশে ঘুরি।

ইচ্ছে করে যাই মদিনায়

নবীর রওজার পাশে,

আশেক হয়ে মাশুক প্রেমে

মনটা যেন হাসে।

ইচ্ছে করে অর্থ বিলাই

গরিব-দুঃখীর মাঝে,

সুখ পরশে থাকুক বেঁচে

সকাল-দুপুর-সাঁঝে।

ইচ্ছে করে গান গেয়ে যাই

মহান প্রভুর শানে,

তারই কৃপায় করুক বিরাজ

সুখের ছোঁয়া প্রাণে।

ইচ্ছে করে ইচ্ছে পাখি

পোষ মানিয়ে রাখি,

কোনো দিনও দেয় না যেন

আমারে সে ফাঁকি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close