আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ মার্চ, ২০১৭

প্রতিদিন পেটে যাচ্ছে ২৪ মিলিগ্রাম লিপস্টিক

লিপস্টিকের নামে কী খাচ্ছে নারীরা। মোম, উল গ্রিজ, পেট্রোলিয়ামÑকোনোটাই মানুষের খাদ্য নয়। তবু এই বস্তুগুলোই নিয়মিত খেয়ে চলেছে তারা। ইউরোপিয়ান সায়েন্টিফিক কমিশন অব অল কনজিউমার সেফটির সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রূপ-সচেতন একজন নারী প্রতিদিন ২৪ মিলিগ্রাম লিপস্টিক খেয়ে ফেলে নিজের অজান্তেই। এই হারে হিসাব করে গবেষকরা বের করেছেন, সারা জীবনে নারীরা যে পরিমাণ লিপস্টিক ঠোঁট থেকে পানীয় কিংবা খাদ্যদ্রব্যের সঙ্গে চালান করে থাকে, তার ওজন হবে কমপক্ষে সাত পাউন্ড বা তিন কেজি। ১৯ থেকে ৬৫ বছর বয়সী ৩৬০ জন নারীর মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে এই গবেষণা চালিয়েছে সংস্থাটি। খবর : দ্য মেইল

এক সমীক্ষায় দেখা গেছে, বাজারের ২৮ শতাংশ লিপস্টিকেই রয়েছে এমন রাসায়নিক, যা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিভিন্ন ধরনের লিপস্টিকে ব্যবহৃত প্রায় ১০ হাজার রাসায়নিক কিছুতেই মানবদেহের পক্ষে উপযোগী নয়। যেসব নারী সপ্তাহে তিন দিন লিপস্টিক ব্যবহার করে, তাদের লুপাস নামে এক ধরনের চর্মরোগের সম্ভাবনা ৪০ শতাংশ বেড়ে যায়। প্রখ্যাত কসমেটিকস ব্র্যান্ডগুলোর তৈরি লিপস্টিকেও সিসার পরিমাণ অনেক সময়ই বিপৎসীমার ওপরে থাকে। শুধু ত্বকের মাধ্যমেই যে লিপস্টিক পেটে ঢুকে, এমন নয়। লিপস্টিকের বেশিরভাগই উদরস্থ হয় খাওয়ার বা পানের সময়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist