প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ নভেম্বর, ২০২১

গোয়ায় ফের কংগ্রেসে ভাঙন, নেতারা ভিড়ছেন তৃণমূলে

ভারতের গোয়া রাজ্যে ফের কংগ্রেসে ভাঙন দেখা দিয়েছে। আবারও একঝাঁক নেতা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে (টিএমসি)। গতকাল শনিবার তৃণমূলের কার্যালয়ে গিয়ে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন ওই নেতারা। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের রাজ্যসভার প্রার্থী লুইজিনহো ফেলেইরো এবং গোয়া তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্রের হাত ধরে কংগ্রেস নেতারা টিএমসিতে যোগদান করেন।

উত্তর গোয়া জেলা কংগ্রেসের সাবেক সাধারণ সম্পাদক শঙ্কর ফড়ে, রুদ্রাহা ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী মীণাক্ষী মেগু নায়েক ও গোয়ার যুব কংগ্রেস নেতা নীতেশ পণ্ডিতের মতো নেতারা দলবদল করেছেন। তাদের সঙ্গেই শতাধিক কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। শুক্রবারই কৃষ্ণনগরের এমপি মহুয়ার হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন আপ নেতা হোসে ভিনসেন্ট গোমেজ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার গোয়া সফরের পর থেকে প্রায় প্রতিদিন গোয়ার বিভিন্ন রাজনৈতিক দল থেকে টিএমসিতে যোগদান চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close