আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ এপ্রিল, ২০২০

জার্মানিতে মহামারি নিয়ন্ত্রণে : স্বাস্থ্যমন্ত্রী

জার্মানিতে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাইন। গত শুক্রবার তিনি এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, এক মাসের লকডাউন সফল হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ধীরে ধীরে লকডাউন প্রত্যাহারের ঘোষণার দুই দিন পর স্বাস্থ্যমন্ত্রী এই দাবি করলেন। পরিসংখ্যান তুলে জার্মান স্বাস্থ্যমন্ত্রী স্পাইন জানান, সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। প্রতিদিনই সংক্রমণের সংখ্যা কমছে। আমরা মহামারিকে নিয়ন্ত্রণে এনে ফেলেছি। জার্মানিতে শুক্রবার আরো ৩ হাজার ৩৮০ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এই নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৩৩ হাজার ৮৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close