আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ মার্চ, ২০২০

সন্তানকে বুকে নিতে না পেরে...

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বে এ পর্যন্ত ৩০ হাজারের বেশি লোকের প্রাণ নিয়েছে। আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ লাখ। এই অবস্থায় ছোঁয়াচে এই রোগের সংক্রমণ থেকে বাঁচতে শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে। করোনাকে থামাতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে সবচেয়ে কঠিন লড়াই লড়তে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। যথেষ্ট সতর্ক থাকার পরও শত শত চিকিৎসক করোনায় আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন। তবে সতর্ক থাকার বিকল্প নেই। তাই নিজের বাড়িতে ফেরার পরেও পরিবারের সদস্যদের থেকে রীতিমতো দূরত্ব বজায় রাখতে দেখা যাচ্ছে তাদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close