আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি, ২০২০

সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন

তেল আবিবকে সতর্ক করল দামেস্ক

সিরিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে সে দেশের আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের যেকোনো ঘটনাকে সেদেশের ওপর সামরিক আগ্রাসন হিসেবে ধরে নেওয়া হবে এবং সিরিয়ার বিমান বাহিনী শক্ত হাতে এর জবাব দেবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনকারী যেকোনো জঙ্গিবিমানকে সঙ্গে সঙ্গে গুলি করার জন্য বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী ইসরায়েলি জঙ্গিবিমান বহুবার সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে দেশটির বিভিন্ন অবস্থানে বোমাবর্ষণ করেছে।

সিরিয়া থেকে পাওয়া আরেক খবরে জানা গেছে, সিরিয়ার যোগাযোগমন্ত্রী আলী হামুদ বলেছেন,দামেস্ক-আলেপ্পো আন্তর্জাতিক মহাসড়কে ৯ বছর পর সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close