আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর, ২০১৯

ড্রোন হামলায় সৌদি আরবে ২ তেলক্ষেত্রে আগুন

ড্রোন হামলার মাধ্যমে সৌদি আরবের রাষ্ট্রায়াত্ত কোম্পানি অ্যারামকোর দুটি তেলক্ষেত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, গতকাল শনিবার আবকাইক ও খুরাইস প্রদেশে অবস্থিত ‘সৌদি অ্যারামকো ফ্যাক্টোরিস’র তেলক্ষেত্র দুটিতে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

তবে অগ্নিকা-ে ব্যবহৃত ড্রোন কাদের ছিল বা কারা এ হামলার পেছনে রয়েছে সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে অ্যারামকো কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতেও রাজি হয়নি।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে আবকাইক তেলক্ষেত্রে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং ঘন কালো ধোঁয়া কু-ুলি পাকিয়ে আকাশে উঠে যেতে দেখা যাচ্ছে। আবকাইক তেলক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদিত হয়। এর আগে ২০০৬ সালে আল কায়দা আবকাইক তেলক্ষেত্রে হামলা চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ’র খবরে দুই তেলক্ষেত্রের আগুন নিয়ন্ত্রণে আসার কথা বলা হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মাঝে মধ্যেই সৌদি আরবে ড্রোন হামলা চালায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close