আন্তর্জাতিক ডেস্ক

  ১২ এপ্রিল, ২০১৮

ব্রিটেন রাজপরিবারের বিয়েতে বাদ ট্রাম্প-ওবামা

রাজ পরিবারে আজ ব্রাত্য রাজনীতিবিদ। এমনই চর্চা শুরু হয়েছে ব্রিটেনে। আর একটু কাছে গিয়ে যে খবর পাওয়া গেল তা চমকে দেওয়ার মতোই। আগামী ১৯ মে বিয়ে হতে চলেছে রাজকুমার হ্যারি এবং মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তাল কাটল অন্য জায়গায়। এই রাজকীয় বিয়েতে সামিল হতে দেশ-বিদেশের নক্ষত্রখচিত ব্যক্তিত্বরা থাকলেও আমন্ত্রণসূচি থেকে বাদ পড়লেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে। তাই এই বিয়ে ব্রিটেনের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে।

কিন্তু কেন এই রাজকীয় বিয়েতে বাদ পড়লেন তিন মহারথি?? তাহলে কী রাজপরিবার এখন রাষ্ট্রনায়কদের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে?? কিন্তু সেটাই বা কেন?? কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে এক মুখপাত্র জানান, রাজকুমার হ্যারি ও তার হবু স্ত্রীর সঙ্গে যাদের সরাসরি স্থায়ী সম্পর্ক রয়েছে তাদেরই এই বিয়েতে আমন্ত্রণ করা হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামাকে প্রিন্স হ্যারির ঘনিষ্ঠ বলে মনে করা হয়। কিন্তু তারাও বাদ পড়েছেন এই বিয়ে থেকে। তিনি বলেন, ‘?রাজ পরিবারে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজকুমারের সঙ্গে অভিনেত্রীর বিয়েতে আন্তর্জাতিক এবং ব্রিটেনের রাজনীতিবিদদের প্রয়োজন নেই বলেই তাদের আমন্ত্রণ করা হয়নি।’? পরে বারাক ওবামাকে ডাকা হবে কি না, সে প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন এই সরকারি মুখপাত্র। তবে অন্য একটি সূত্র বলছে রাজ পরিবার এবং রাজনীতির মধ্যে সমতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাকি খবর হবে ১৯ মে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist