আন্তর্জাতিক ডেস্ক

  ১০ মার্চ, ২০১৮

ভোটে লড়ার অনুমতি পেল হাফিজ সইদের দল

আন্তর্জাতিক জঙ্গির তকমা পেয়েছেন তিনি। তারপরেও ইসলামাবাদ হাইকোর্ট ভোটে লড়ার অনুমতি দিল হাফিজ সইদের দলকে। এর আগে পাকিস্তানের নির্বাচন কমিশন হাফিজ সইদের দলকে ভোটে লড়াইয়ের অধিকার দিতে অস্বীকার করেছিল। গত বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট পাক নির্বাচন কমিশনের সেই বিধি নিষেধকে খারিজ করে দেয়। মিলি মুসলিম লিগ নামে হাফিজ সইদদের রাজনৈতিক দল তৈরি করে রেজিস্ট্রেশন করাতে গিয়েছিল হাফিজ সইদ। তা খারিজ করে দেয় নির্বাচন কমিশন। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত বছর অগস্টে এই রাজনৈতিক দলটি গঠন করেছিল হাফিজ। ২০০৮ সালের মুম্বই বিস্ফোরণের মূলচক্রী হাফিজ সইদকে দীর্ঘদিন নজরবন্দি করে রেখেছিল পাকিস্তান সরকার। কয়েক মাস আগেই হাফিজকে মুক্ত করা হয়। এই নিয়ে আমেরিকার রোষের শিকার হতে হয়েছিল পাকিস্তানকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist