আন্তর্জাতিক ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

ওয়াশিংটন অভিমুখে ফ্লোরিডা শিক্ষার্থীদের পদযাত্রা

ফ্লোরিডার স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া শিক্ষার্থীরা ওয়াশিংটন অভিমুখে পদযাত্রার পরিকল্পনার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন সংস্কারের দাবি জানাতে তারা রোববার এ পরিকল্পনার ঘোষণা দেয়। দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের বর্তমান অস্ত্র আইনে আগ্নেয়াস্ত্র হাতে পাওয়া একেবারে সহজ। আর এই সুযোগ কাজে লাগিয়ে অনেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের গ্রুপ ‘দিজ উইক’ এবিসি নিউজকে বলেছে, ‘মার্চ ফর আওয়ার লাইভস’ নামক এ পদযাত্রা আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি দেশব্যাপী তাদের আরো র‌্যালি করার পরিকল্পনা রয়েছে। অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করা নিয়ে তুমুল বিতর্ক চলার মধ্যেই ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে গত বুধবার ভয়াবহ এ বন্দুক হামলার ঘটনা ঘটে। মার্জোরি স্টনম্যান ডগলাস হাইস্কুলের সাবেক শিক্ষার্থী ১৯ বছর বয়সী নিকোলাস ক্রুজ বৈধভাবে ক্রয় করা তার এআর-১৫ রাইফেল দিয়ে ১৭ জনকে হত্যা করার কথা স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রে এটি এ ধরনের সর্বশেষ হামলার ঘটনা। দেশটিতে এ ধরনের হামলায় প্রতি বছর ৩০ হাজারের বেশি লোক প্রাণ হারায়। বাসস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist