খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ১০ মে, ২০২৪

শাকিব খানের ‘তুফানের’ টিজারে খুবি শিক্ষার্থীর কণ্ঠ

‘যদিও আগে থেকেই জানতাম আমার গাওয়া কোরাসটুকু আসবে, তারপরও প্রথম গান বলেই হয়তো, মনে একটা অজানা ভয় কাজ করছিল। ৭ মে বিকেলের দিকে যখন তুফান-এর টিজারটি মুক্তি পেল, আর টিজারের শেষে নিজের কণ্ঠ শুনতে পেলাম, মনে হলো দুনিয়ার সব আনন্দ যেন আমার হাতে ধরা দিয়েছে।’

বলছিলেন শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমার টিজারের ‘প্রলয়ের তুফান’ অংশে কণ্ঠ দেওয়া খুবি শিক্ষার্থী সাম্যব্রত দৃপ্ত। গত মঙ্গলবার বিকেলে যখন সবার আলোচনা চলছিল শাকিব খানের ‘তুফান’ সিনেমার টিজার নিয়ে, তখনই খুলনা বিশ্ববিদ্যালয়ে বয়ে যাচ্ছিল এক আনন্দের ঢেউ।

দৃপ্ত বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে চতুর্থ বর্ষে অধ্যায়ন করছেন। সঙ্গীতের সঙ্গে তার পথচলা ছোটবেলা থেকেই। ২০১৩ সালের দিকে তিনি লক্ষ্য স্থির করেন, প্লেব্যাক করবেন। সেই থেকে লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত চর্চা চলতে থাকে তারা। আগ্রহের জায়গা থেকে তিলে তিলে তৈরি করে ফেলেন নিজের মিউজিক স্টুডিও। ইউটিউব দেখে ক্রমে শিখে ফেলেন স্টুডিওর কাজ। সেখানে জনপ্রিয় সব গানের কভার করে স্পটিফাইয়ে নিজের পেজে দিতে শুরু করেন। একসময় সেখানে সাম্যর শ্রোতার সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যায়। সেই সঙ্গে বিভিন্ন মিডিয়া হাউস থেকে কাজের সুযোগ আসতে শুরু করে তার কাছে।

‘তুফান’ সিনেমায় কাজের সুযোগ বিষয়ে দৃপ্ত বলেন, ‘স্পটিফাইয়ের কাজের সুবাদে ২০২১ সালে সঙ্গীত পরিচালক নাভেদ পারভেজের সঙ্গে আমি ফেসবুকে যুক্ত হওয়ার সুযোগ পাই। কিছুদিন আগে তিনি পোস্ট করেন- নতুন একটি গানের জন্য নতুন কণ্ঠ খুঁজছেন তিনি। সেখানে আমি আগ্রহ প্রকাশ করি। গানটি গেয়ে পাঠালে নাভেদ পারভেজ আমার কণ্ঠ পছন্দ করেন। গত এপ্রিলের শেষের দিকে তিনি আবার আমার সঙ্গে যোগাযোগ করেন সিনেমার একটি গানের কোরাস করে দেওয়ার জন্য। আমি কোরাসটি করে পাঠালে তিনি আমাকে অভিনন্দন জানান প্রথম সিনেমা ডেবুটের কথা বলে।’ দৃপ্তর খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন বলেন, ‘খবরটা শোনার পর থেকেই এত খুশি লাগছিল, যে আমি বাড়িতে গিয়ে সবাইকে একবার করে টিজারটি দেখিয়েছি। তার এই অর্জন শুধু গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনেরই নয়, বিশ্ববিদ্যালয়ের একটি অর্জন বলে আমি মনে করি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close