বিনোদন প্রতিবেদক

  ২৯ মার্চ, ২০২৪

‘কফির পেয়ালা’য় ইমন-আঁখি আলমগীর

শওকত আলী ইমন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশের একজন বরেণ্য সুরস্রষ্টা, সংগীত পরিচালক। অন্যদিকে আঁখি আলমগীর অভিনয়ে এবং গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী। ইমন গানের সুর সৃষ্টি নিয়ে ব্যস্ত থাকেন প্রতিনিয়ত। অন্যদিকে আঁখি আলমগীর নতুন নতুন মৌলিক গান গাওয়া এবং বছর জুড়ে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। তবে ইমন মাঝেমধ্যে গানও গেয়ে থাকেন। আজ থেকে প্রায় দুই দশক আগে শওকত আলী ইমন ও আঁখি আলমগীর একটি দ্বৈত গান করেছিলেন। দীর্ঘ বিরতির পর ধ্রুব গুহর ইউটিউব চ্যানেলে ‘ধ্রুব মিউজিক স্টেশন’র জন্য তারা দুজন ‘কফির পেয়ালা’ শিরোনামে আরো একটি গানে কণ্ঠ দিয়েছেন।

গানটি লিখেছেন আশিক মাহমুদ, সুর করেছেন আকাশ মাহমুদ, সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজও শেষ বলে জানালেন আঁখি আলমগীর ও ইমন। গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘বেশ কিছুদিন আগের কথা। ইমন হঠাৎ আমাকে একটি গান পাঠায় এবং প্রশ্ন রাখে- গানটা গাবি? আমি তো গানটি শুনে এত মুগ্ধ হয়েছি, যা সত্যিই বলার মতো নয়। এত সুন্দর টিউন, এত মেলোডিয়াস, এত রোমান্টিক গান, যা আমার ভীষণ ভালো লেগে যায়। আমি সঙ্গে সঙ্গেই বলে দিই যে গানটি আমি গাইব। ইমন শুরুতেই বলেছিল যে আমি আর ইমন এটা ডুয়েট গান হিসেবেই গাইব। কদিন পরে ভয়েজ দিলাম এবং চূড়ান্তভাবে এবারই প্রথম আমাদের সবার প্রিয় ফটোগ্রাফার সিথিল রহমান গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে। সিথিলের প্রতি আমার ভীষণ আস্থা ছিল যে সে কাজটি ভালো করবে এবং দর্শক ভিডিওটি দেখলেই বুঝতে পারবে সিথিল কতটা দুর্দান্ত কাজ করেছে। গানের কথা, সুর, মিউজিক-সব মিলিয়ে এমন একটি মেলোডিয়াস গান একজন শিল্পীর পাওয়া এবং গাওয়া সত্যিই অনেক আনন্দের বিষয়। গানটি গেয়ে আমার যেমন শান্তি লেগেছে, ভিডিওটি দেখে যেন আরো বেশি শান্তি লেগেছে।’

শওকত আলী ইমন বলেন, ‘আমার কাছে শুরুতেই মনে হয়েছিল এই গানের জন্য আঁখিই পারফেক্ট। যে কারণে গানটি তাকেই পাঠিয়েছিলাম। চূড়ান্তভাবে আমরা দুজনই গানটি গেয়েছি। এই গানের প্রতি আমার প্রত্যাশা একটু নয়, অনেকখানি বেশি। কারণ সব মিলিয়ে গানটা খুব ভালো হয়েছে। তাই এই গানের প্রতি আবেগ, ভালোবাসা, ভালোলাগা এবং গানকে ঘিরে প্রত্যাশা বেড়ে গেছে। ধন্যবাদ আঁখিকে, ধন্যবাদ ধ্রুব মিউজিক স্টেশন, আশিক, আকাশ ও সিথিলকে।’

আঁখি আলমগীরের কণ্ঠের জন্য শওকত আলী ইমনের সুর সংগীত জনপ্রিয় গানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’, ‘রাজকুমারী’ ইত্যাদি। আগামী ৩১ মার্চ ‘ধ্রুব মিউজিক স্টেশন’-এ গানটি প্রকাশ

পাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close