বিনোদন প্রতিবেদক

  ২৫ মার্চ, ২০২৩

প্রাচ্যনাটের লালযাত্রা

আজ ২৫ মার্চ নাট্য সংগঠন প্রাচ্যনাটের লাল যাত্রা। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগুন ৭১ ... ২৫ মার্চ ভয়াল কালরাতের শহীদের তাজা রক্তে ভিজে রাঙ্গা হলো পলাশ, শিমুল- হরেক রঙের ফুল.., রাঙা হলো রাজপথ, রক্তাক্ত হলো প্রাণের দাবি। দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে আমাদের পূর্ব-প্রজন্মের লাল রক্তের পথ ধরে স্বাধীন আমরা হেঁটে চলি ঐক্যের বন্ধনে- লাল যাত্রায়... জানা যাচ্ছে, শনিবার (২৫ মার্চ ২০২৩)। বিকেল ৪টায়। প্রাচ্যনাট সবান্ধব হেঁটে যাবে, ‘স্বোপার্জিত স্বাধীনতা চত্বর’ (টিএসসি) থেকে ‘স্মৃতি চিরন্তন চত্বর’ (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত। তাদের ভাষ্য, আপনার হাতে হাত মিলিয়ে-কণ্ঠে দেশের গান। আপনার ও আপনাদের কণ্ঠের ঐকতানে রক্তে বাজুক টংকার একাত্ম হই মহান শহীদদের সঙ্গে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close