বিনোদন প্রতিবেদক

  ০১ ফেব্রুয়ারি, ২০২৩

ভাষা দিবসে তাদের দুই গান

সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী রাজীব ও নিশীতা বড়ুয়া। আগামী ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’র জন্য বাংলাদেশ টেলিভিশনে ফিলার সং হিসেবে (ভাষার মাসজুড়ে) প্রচারের জন্য দুটি ভিন্ন একক গান গেয়েছেন। এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষে শহীদ মিনারে মিউজিক ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাজীব ও নিশীতা। রাজীব গেয়েছেন, ‘আমার ভাষার লাল-নীল দ্বীপগুলো’ গানটি। লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা। সুর সংগীত করেছেন সুমন রেজা খান। নিশীতা গেয়েছেন ‘পৃথিবী দেখেছে নির্বাক হয়ে’ গানটি। এটি লিখেছেন দেশের জীবন্ত কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিক-উজ-জামান। সুর সংগীত করেছেন সুমন রেজা খান। ভাষার মাসে বিটিভির জন্য এমন একটি গান গাইতে পেরে বেশ উচ্ছ্বসিত রাজীব। তিনি বলেন, ‘দেশকে নিয়ে গান গাইতে সব সময়ই আমার ভালো লাগে। আর আমার সৌভাগ্য যে ভাষার মাসেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এত চমৎকার গীতিকবিতায় এবং মনের মতো সুরে একটি গান গাইতে পেরেছি। গানের কথা আবেগি করে তোলে। সুরটাও। চেষ্টা করেছি অনেক আবেগ, দরদ দিয়ে গানটি গাইতে। আশা করি শ্রোতাণ্ডদর্শকের ভালো লাগবে। আর আমাকে যারা এই গান গাওয়ার জন্য চূড়ান্ত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’

নিশীতা বড়ুয়া বলেন, ‘আমার পরম সৌভাগ্য শ্রদ্ধেয় মোহাম্মদ রফিক-উজ জামান স্যারের লেখা একটি দেশাত্মবোধক গান গাইতে পেরেছি। গানের কথার সঙ্গে সুরকারের সুরের চমৎকার একটি মেলবন্ধন রয়েছে। যে কারণে গানটিও সব মিলিয়ে খুব ভালো লাগার মতোই একটি গান হয়েছে। ভাষার মাসে একটি দেশাত্মবোধক গান গেয়েছি, এটাও একটু বেশিই ভালো লাগার।’

এদিকে নিশীতা জানান, আগামী কয়েক দিনের মধ্যে তিনি ঢাকা, কুষ্টিয়া ও গাজীপুরে স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন। নিশীতার সর্বশেষ প্রকাশিত মৌলিক গান হলো ‘তুমি ডাকলে না’। গানটি লিখেছেন দেওয়ান নাসের রাজা, সুর করেছেন অলোক বাপ্পা। তার গাওয়া অন্যতম জনপ্রিয় মৌলিক গান ‘হিয়া’ গানটি এরই মধ্যে দুই কোটি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন জাহাঙ্গীর রানা। এদিকে স্টেজ শোতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজীব। এরই মধ্যে তিনি ঢাকার বেশ কটি স্থানে এবং মাদারীপুরে স্টেজ শোতে গানে গানে দর্শককে মুগ্ধ করেছেন। আগামী ঈদের জন্য ডিপজলের জন্য পল্লী মালেকের কথায় ও অমিত চ্যাটার্জির সুর সংগীতে রাজীব ‘মুবারক ঈদ মুবারক’ শিরোনামের একটি গান গেয়েছেন। এতে তার সহশিল্পী স্মরণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close