বিনোদন প্রতিবেদক

  ৩০ জানুয়ারি, ২০২৩

যে গান জনপ্রিয় করেছিল হাসান চৌধুরীকে

হাসান চৌধুরী, নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী। বিশেষত তার গাওয়া গান ‘খুব কাছাকাছি-তুমি আমি আছি, নিঃশ্বাসে খুঁজে পাই-বিশ্বাসের ছোঁয়া’ গানটির গেয়ে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন। এই গান শুনেই সেই সময় পরিচালক ছটকু আহমেদ তার নির্মিত সিনেমা ‘বুকের ভেতর আগুন’ সিনেমায় হাসান চৌধুরী’কে প্লে-ব্যাক করার জন্য বিনীত অনুরোধ করেন। সালমান শাহ ও শাবনূর অভিনীত এই সিনেমাতেই প্লে-ব্যাক করেন তিনি। হাসান চৌধুরী ও বেবী নাজনীনের গাওয়া গান ‘পাথরে লিখিনি ক্ষয়ে যাবে’ গানটি গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন হাসান চৌধুরী ও বেবী নাজনীন। এখনো দর্শক এই গানটি শুনেন, উপভোগ করেন।

অনেক দর্শক-শ্রোতা হয়তো জানেনই না এই গানটি হাসান চৌধুরীর গাওয়া। অথচ এই গানই হাসান চৌধুরীর সংগীত জীবনের পথচলার বাঁক বদলে দিয়েছিল। মূলত বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোরকে দেখে দেখেই গানে অনুপ্রেরণা পান হাসান চৌধুরী। খন্দকার আবদুস সামাদ ও সৈয়দ আনোয়ার মুফতির কাছে তিনি গানে তালিম নেন। ১৯৯০ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সেই আমি নেইতো আগের মতো’ প্রকাশিত হয়। মিল্টন খন্দকারের লেখা ও সুর করা ছিল এই গানের অ্যালবাম। মিল্টন খন্দকারের গীতিকার ও সুরকার হিসেবে এই অ্যালবাম দিয়েই যাত্রা শুরু। দ্বিতীয় অ্যালবামও একই গীতিকারের, সুরকারের। দ্বিতীয় অ্যালবাম ‘খুব কাছাকাছি তুমি আমি আছি’ শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলে। এরপর ‘কী যে যন্ত্রণা’, ‘মনে পড়ে তোমাকে’, ‘পিরিতের ময়না’, ‘যাকে ভালোবাসি’সহ ৪২টি গানের অ্যালবাম প্রকাশ করেন হাসান চৌধুরী। সিনেমাতে প্রথম প্লে-ব্যাক করেছেন আজমুল হুদা মিঠু পরিচালিত একটি সিনেমায়। তার প্রকাশিত সর্বশেষ মৌলিক গান হচ্ছে ‘ভালোবাসিতো মন যারে ভালোবাসে’। হাসান চৌধুরী জানান, এখনো তিনি নিয়মিত স্টেজ শোতে গান পরিবেশন করেন। আজমল হুদা মিঠু পরিচালিত ‘চোর ডাকাত পুলিশ’সহ আরো বেশ কিছু সিনেমায় এবং কয়েকটি নাটকেও অভিনয় করেছিলেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close