বিনোদন প্রতিবেদক

  ২৪ সেপ্টেম্বর, ২০২২

অবসরে মাছ ধরেন ববিতা

উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী ববিতা বেশ কয়েক মাস ধরেই কানাডা ও আমেরিকাতে অবস্থান করছেন। কানাডায় তিনি তার একমাত্র ছেলে অনিকের সঙ্গেই থাকেন। আবার যখন আমেরিকায় থাকেন, তখন তার ভাইয়ের সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ছোটবেলা থেকেই মাছ ধরার প্রবল শখ ছিল ববিতার। সময় সুযোগ পেলেই তিনি ভাইদের সঙ্গে বড়শি দিয়ে মাছ ধরতেন। ছোটবেলার সেই অভ্যাস এখনো রয়ে গেছে তার। কানাডায় গেলে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে এবং আমেরিকায় গেলে ভাইদের সঙ্গে নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েন। ববিতা জানান, এরই মধ্যে তিনি কানাডা ও আমেরিকায় বড়শি দিয়ে সানফিশ ও বাজফিশ ধরেছেন। ববিতা বলেন, ‘যখন আমেরিকায় থাকি, তখন ভাই, ভাইদের বাচ্চাদের সঙ্গে নিয়েই মাছ ধরতে যাই। কানাডায় থাকলে অনিকও সময় দেওয়ার চেষ্টা করে। মাছ ধরি। সত্যি বলতে কী আমাদের ভাই-বোন ছোটবেলা থেকেই মাছ ধরতে ভালোবাসি। এ বিষয়ে কথা বলে শেষ করা যাবে না। মাছ ধরার বিষয়টি আমি দারুণ উপভোগ করি। এবারও কানাডা, আমেরিকায় মাছ ধরেছি। সময়টা দারুণ কেটেছে।’ আপাতত নতুন কোনো সিনেমায় কাজ করার ব্যাপারেও কোনো ইঙ্গিত দেননি ববিতা। তবে দেশে ফিরলে নতুন সিনেমায় অভিনয় করবেন কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। ববিতাকে সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয়ে দেখা যায়। অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমায় তিনিই একমাত্র বাংলাদেশি অভিনেত্রী হিসেবে ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। এই চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে আন্তর্জাতিক অঙ্গনে ববিতার এক বিশাল পরিচিত এবং গ্রহণযোগ্যতা গড়ে ওঠে। ববিতা অভিনীত এই চলচ্চিত্র ১৯৭৩ সালে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এবং ১৯৭৪ সালে শিকাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট ফিল্ম’ হিসেবে পুরস্কৃত হয়।

১৯৭৪ সালে কলকাতায় ন্যাশনাল অ্যাওয়ার্ডে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে। নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’ সিনেমায় অভিনয়ের জন্য ১৯৭৫ সালে ববিতা প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মোহসীনের ‘বাদী থেকে বেগম’ এবং আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় অভিনয়ের জন্যও একই সম্মাননায় ভূষিত হন। টানা তিন বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে হ্যাট্রিক করেন তিনি। গুণী অভিনেত্রী ববিতা পরবর্তী সময়ে ‘পোকামাকড়ের ঘরবসতি’, ‘রামের সুমতি’ এবং ‘ম্যাডাম ফুলি’ সিনেমায় অভিনয়ের জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। নায়িকা হিসেবে ববিতা প্রায় দেড়শ এবং সব মিলিয়ে প্রায় ২৯০টি সিনেমায় অভিনয় করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close