বিনোদন প্রতিবেদক

  ১৩ আগস্ট, ২০২২

সুবর্ণা মুস্তাফা বললেন

‘পরাণ’ই মিমের শ্রেষ্ঠ কাজ

সুবর্ণা মুস্তাফা বাংলাদেশের এমনই একজন অভিনেত্রী, যাকে তার পরের কয়েকটি প্রজন্ম অভিনয়ে আদর্শ হিসেবে নিজেদের সম্পৃক্ত করেছেন। অনেক শিল্পীকে তার প্রিয় অভিনেত্রী কে, এই প্রশ্ন করলে সুবর্ণা মুস্তাফারই নামটিই গর্বের সঙ্গে উচ্চারণ করেন। একুশে পদকপ্রাপ্ত এই নন্দিত অভিনেত্রীর কাছ থেকে অভিনয়ে প্রশংসা পাওয়াও শিল্পীদের জন্য অনন্যপ্রাপ্তি।

সারা দেশে ‘পরাণ’ সিনেমার জোয়ার চলছে। গেল ঈদে রায়হান রাফি পরিচালিত সিনেমাটি এরই মধ্যে অনেক শিল্পী-কলাকুশলী উপভোগ করেছেন। প্রত্যেকেই ‘পরাণ’-এর প্রশংসা করেছেন। সুবর্ণা মুস্তাফাও এরই মধ্যে ‘পরাণ’ সিনেমাটি উপভোগ করেছেন। ‘পরাণ’-এ অনন্যা চরিত্রে মিম, রাজ, ইয়াশের অভিনয়ের মুগ্ধ হয়েছেন তিনি। আজ থেকে দেড় দশক আগে ‘লাক্স চ্যানেল আই-২০০৭’ প্রতিযোগিতায় বিজয়ের মুকুট পরার মধ্য দিয়ে মিডিয়াতে মিমের অভিষেক হয়। এই প্রতিযোগিতার একটি পর্বে অভিনয় করতে হয়েছিল মিম কে। কবি আল মাহমুদের ‘নোলক’ কবিতাটি ছিল মিমের পারফরম্যান্সের অংশ। সেখানে মিম অভিনয় করেছিলেন শিক্ষার্থীর ভূমিকায়, শিক্ষক ছিলেন মনির খান শিমুল। লাক্স চ্যানেল আইয়ের প্রতিযোগিতায় প্রধান তিন বিচারক ছিলেন সারা যাকের, সুবর্ণা মুস্তাফা ও তৌকীর আহমেদ। নাটিকা পর্বে মিমের অভিনয় দেখে ভীষণ মুগ্ধ হয়েছিলেন সুবর্ণা মুস্তাফা। তিনি বলেছিলেন, মিমণ্ডতুমি লাক্স্য চ্যানেল আই সুপারস্টার হতে পারবে কি না, জানি না। কিন্তু তুমি এক দিন বড়মাপের একজন অভিনেত্রী হবে। দীর্ঘ দেড় দশক পর ‘পরাণ’ দেখে মিম প্রসঙ্গে স্মৃতিচারণা করতে গিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘হ্যাঁ, মনে পড়ছে মিমকে নিয়ে আমার ভীষণ প্রত্যাশা ছিল যে, সে অভিনয়ে ভালো করবে। এর আগে চলচ্চিত্রে যাই করুক না কেন, পরাণ সিনেমায় অনন্যা চরিত্রে মিমের অভিনয় একদম পারফেক্ট হয়েছে, খুব ভালো হয়েছে। মিমের যত কাজ আমার দেখা হয়েছে পরাণই হচ্ছে এখন পর্যন্ত তার সেরা কাজ।’ বিদ্যা সিনহা মিম বলেন, ‘শ্রদ্ধেয় সুবর্ণা ম্যাডাম আমাদের সব অভিনয়শিল্পীকেই আইডল। আমার খুব মনে পড়ে তিনি আমার অভিনয় নিয়ে ভীষণ প্রত্যাশা করেছিলেন। সেসময় তার মতো এমন বরেণ্য অভিনেত্রীর অনুপ্রেরণা আমার জন্য ছিল অনেক বড় শক্তি। তিনি পরাণ সিনেমা হলে গিয়ে উপভোগ করেছেন- এটাই আমার অনেক অনেক ভালো লাগার।’ উল্লেখ্য, বিদ্যা সিনহা মিম খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তখনো সুবর্ণা মুস্তাফা জুরি বোর্ডের সদস্য ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close