বিনোদন প্রতিবেদক

  ১১ আগস্ট, ২০২২

জর্ডানে যেমন আছেন সানজিদা তন্ময়

সানজিদা বিনতে সিদ্দিকী তন্ময়, যাকে সবাই সানজিদা তন্ময় নামেই চিনেন। ২০১১ সালের ভিট চ্যানেল আই প্রতিযোগিতায় শীর্ষ সাতে ছিলেন। এরপর অভিনয়ের দুনিয়ায় প্রবেশ করে বহু নাটক ও একটি সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। ২০১৯ সালে তিনি জর্ডানে চলে যান। ফরিদপুরের মেয়ে তন্ময়ের সঙ্গে গতকালই যোগাযোগ হলো। জর্ডানে তিনি বেশ ভালো আছেন স্বামী-সন্তান নিয়ে।

ভিট তারকা হওয়ার পর তন্ময় প্রথম অভিনয় করেন ‘মন ফড়িং-এর গল্প’ নাটকে। শিহাব শাহীন পরিচালিত এই নাটকে তন্ময় তাহসান, নূসরাত ইমরোজ তিশার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। পরবর্তীতে আরো বহু নাটকে অভিনয় করেছেন। তন্ময় সর্বশেষ ২০১৮ সালের একটি ঈদ নাটক হাসিব হোসেন রাখি পরিচালিত ‘দাদার গার্লফ্রেন্ড’-এ অভিনয় করেছিলেন। এরপর জর্ডানে চলে যান। একমাত্র সিনেমায় অভিনয় করেছিলেন তন্ময়। নাম ‘বাপজানের বায়োস্কোপ’। এটি ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মোট আটটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়। এতে তন্ময় অভিনয় করেছিলেন শহীদুজ্জামান সেলিমের বিপরীতে। সিনেমাটি নির্মাণ করেছিলেন রিয়াজুল রিজু। সিনেমার গল্প রচনা করেছিলেন মাসুম রেজা। এক জীবনে একটি সিনেমায় অভিনয় করলেও সেই সিনেমাটিই তন্ময়ের অভিনয়জীবনে অনেক বড় অর্জন হয়ে রয়ে গেছে।

জর্ডানে তার সঙ্গে যোগাযোগ হলে তন্ময় বলেন, ‘দেশ, দেশের মানুষ বিশেষত দর্শকের ভালোবাসা মিস করি। বিশেষত মিস করি ফরিদপুরকে। কারণ সেখানে আমার বাবা-মাসহ পরিবারের সবাই থাকেন। মিস করি মিডিয়াঙ্গনকে। অভিনয়জীবনের দিনগুলোকে খুব মিস করি। তবে হ্যাঁ দেশের নাটক দেখা হয়, বিশেষত আফরান নিশো, সাবিলা নূর অভিনীত নাটক দেখা হয়। যেহেতু ২ ঘণ্টারও বেশি সময় ব্যাপ্তির এই সিনেমা ইউটিউবে প্রকাশিত আছে এবং দর্শক তা সময় পেলে উপভোগ করছেন, এর জন্য মাঝে মাঝে সাড়া পাই। ভালো লাগে। স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে জর্ডানে বেশ ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর দেশে ফিরলে অবশ্যই অভিনয় করতে চাই, যদি ভালো গল্পে কাজ করার সুযোগ আসে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close