বিনোদন প্রতিবেদক

  ১৮ মে, ২০২২

জনপ্রিয়তা বাড়ছে কর্ণিয়া সাদীর গানের

এ প্রজন্মের জনপ্রিয় দুই সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া ও শেখ সাদীর প্রথম দ্বৈত গান ‘ইচ্ছে হলে’। গেল বছরে কর্ণিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল এটি প্রকাশ পায়। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর-সংগীত করেছেন শাহরিয়ার আলম মার্সেল। ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। কর্ণিয়ার নিজের চ্যানেলে গানটির জনপ্রিয়তা নিয়ে মুগ্ধ কর্ণিয়া। এরই মধ্যে ১৮ লাখ ভিউয়ার্স গানটি উপভোগ করেছেন।

কর্ণিয়া বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম একটি সফট রোমান্টিক ঘরানার দ্বৈত গান করব। এই গান প্রথম শুনেই ভালো লেগে যায়। এমনিতেই জীবন ভাইয়ের লেখা পছন্দ করি। তার লেখা গান আমার প্রথম গাওয়া। আর নতুনদের মধ্যে শেখ সাদী ভালো করছে। যে কারণে শেখ সাদীর সঙ্গেই গানটি করার আগ্রহ প্রকাশ করি। সবকিছু মিলিয়ে সুন্দর একটি শ্রুতিমধুর গান হয়েছে, পাশাপাশি মিউজিক ভিডিও দারুণ হয়েছে। আমার বিশ্বাস, যত দিন যাবে গানটি আরো দর্শকপ্রিয়তা পাবে।’

শেখ সাদী বলেন, ‘ইচ্ছে হলে আমার জীবনের প্রথম দ্বৈত গান। কর্ণিয়া আপুর সঙ্গে যেমন আমার প্রথম গান; ঠিক তেমনি জীবন ভাইয়ের লেখা গান গাওয়া প্রথম। কর্ণিয়া আপু নিঃসন্দেহে একজন গুণী শিল্পী। তিনি আমাকে সহযোগিতা করেছেন। সবকিছু মিলে একটি দারুণ গান হয়েছে। আমি গানটি গাইতে গিয়ে এবং মিউজিক ভিডিও করার সময়টুকু এনজয় করেছি। রোমান্টিক ঘরানার এই গান এরই মধ্যে শ্রোতাদের ভালো লাগায় পরিণত হয়েছে। শ্রোতাণ্ডদর্শকের সাড়ায় আমি মুগ্ধ।’

সাদীর এরই মধ্যে প্রকাশিত হয়েছে নতুন গান ‘ভীষণ ভালো লাগে’। লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর-সংগীত করেছেন মার্সেল। কর্ণিয়ার সর্বশেষ প্রকাশিত গান ছিল গেল ঈদে। গানটি ছিল ‘শাকালাকা মন’। আরজিনের কথায় গানটির সুর-সংগীত করেছেন নাভেদ পারভেজ। এ ছাড়া শিগগিরই তার নিজের চ্যানেলে প্রকাশ পাবে ‘তোমাকে যে চাই’ শিরোনামের গান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close