বিনোদন প্রতিবেদক

  ১৮ জানুয়ারি, ২০২২

সেরাকণ্ঠের যুগ্ম চ্যাম্পিয়নদের সাফল্যের পথচলা

২০১৭ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হয়েছিল থাইল্যান্ডে ২০১৮ সালের ২১ জানুয়ারি। ফিনালেতে ঐশী গেয়েছিলেন রবীন্দ্রসংগীত ‘কতবারও ভেবেছিনু’ এবং সুমনা গেয়েছিলেন মিতালী মুখার্জির বিখ্যাত গান ‘হারানো দিনের মতো’। এরপর থেকে ঐশী এবং সুমনা গানের ভুবনে পথ হেঁটে চলেছেন নিজেদের মতো করে। গান নিয়ে দুজনের পথচলাটা বলা যায় একই রকমের। দুজনেই পড়াশোনার প্রতি যেমন মনোযোগী, তেমনি গান শেখার বিষয়েও দুজনের রয়েছে প্রবল অধ্যবসায়। রাকিবা ইসলাম ঐশীর গানের ভুবনে পথচলার বহুদিন পর এবার এলো নতুন সুযোগ। বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে গানের তালিম নিচ্ছেন তিনি। তাই এই সময়টাকে ব্যাপকভাবে কাজে লাগাতে চাচ্ছেন ঐশী। অন্যদিকে সুমনা ছোটবেলা থেকে যার কাছে শাস্ত্রীয় সংগীতসহ আরো অন্যান্য বিষয়ে যার কাছে তালিম নিচ্ছিলেন, এখনো সেই নিয়াজ মামুনের কাছেই তিনি তালিম নিচ্ছেন। ঐশী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে শাস্ত্রীয় সংগীতে মাস্টার্স করছেন (প্রথম বর্ষ চলছে)। এদিকে সুমনা এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন জিপিএ-৫ পেয়ে। গত বছরের শেষের দিকে ঐশীর কণ্ঠে প্রকাশিত হয় দেশের গান ‘বৃথাই রে মা’। গানটি লিখেছেন, সুর-সংগীত করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। গানটির জন্য বেশ সাড়া পাচ্ছেন ঐশী। অন্যদিকে কুমার বিশ্বজিতেরর ইউটিউব চ্যানেল ‘গানছবি এন্টারটেইনম্যান্ট’-এ প্রকাশিত হয়েছে সুমনার গান ‘তোমায় ছাড়া’। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর-সংগীত করেছেন কুমার বিশ্বজিৎ। ঐশী ও সুমনা একসঙ্গে সর্বশেষ বিটিভির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘সুবর্ণ ৫০’-এ একসঙ্গে গান গেয়েছেন। ঐশীর এখনো সিনেমার গানে অভিষেক হয়নি। অন্যদিকে সুমনা ‘রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন আহমেদ ইউসুফ সাবেরের কথায় ও ইমন সাহার সুর-সংগীতে। ঐশী বলেন, ‘গান নিয়ে একেকজনের প্ল্যান একেক রকম থাকে। আমার গান শুনে যখন কেউ আমাকে অনুপ্রাণিত করেন, তখন সত্যিই ভীষণ উৎসাহ পাই। এমনো হয় যে শিল্পী অনেক সময় নিজের মতো করে গান শুনাতে পারেন না। তারপরও চেষ্টা করি নিজেকে যতটা ভালোভাবে উপস্থাপন করা যায়। তবে এই মুহূর্তের ভীষণ ভালো লাগা এই যে, আমি প্রতিনিয়ত গানের নতুন কিছু শিখছি। আমার অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আজীবন ভালো গানের সঙ্গে থাকব।’

সুমনা বলেন, ‘কিংবদন্তী শিল্পীদের সঙ্গে গান করতে পারছি, এটা অনেক বড় প্রাপ্তি। সবার আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছি এবং মাত্র কয়েক বছরে আমার যে অবস্থান তাতে খুবই সন্তুষ্ট আমি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close