বিনোদন প্রতিবেদক

  ১৫ জানুয়ারি, ২০২২

নাইম-শাবনাজের ৬ মাস বয়সের ছবি

বাংলাদেশের সিনেমায় তারুণ্যের সূচনা করেছিল নাইম-শাবনাজ জুটি। এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে এ জুটির অভিষেক। ১৯৯১ সালের ৪ অক্টোবর সিনেমাটি মুক্তি পায়। যার মাধ্যমে বাংলাদেশের সিনেমার নতুন এক অধ্যায়ের যাত্রা হয়। নাইমণ্ডশাবনাজকে দেখেই পরবর্তীতে অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ-তরুণীর চলচ্চিত্রে আগমন ঘটে। নাইম-শাবনাজ দীর্ঘদিন সিনেমায় অভিনয়ের বাইরে। তবে আবার কখনো অভিনেয় ফেরা হবে কি না, সেটাও নিশ্চিত করে বলেননি কেউই। কিন্তু সিনেমাসংশ্লিষ্ট সব কাজের সঙ্গে তারা সম্পৃক্ত থাকার চেষ্টা করেন। যেমন আগামী ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। তখন ভোট দিতে আসতে পারেন। তবে সেটাও নিশ্চিত নয়, কারণ কিছুদিন আগে নাইমের বাইপাস সার্জারি হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে বিশ্রামে থাকতে হচ্ছে। যে কারণে তিনি স্ত্রী শাবনাজকে নিয়ে টাঙ্গাইলের পাথরাইলে নিজের খামারবাড়িতে সময় কাটাচ্ছেন। দুই মেয়ে নামিরা-মাহাদিয়া আছেন কানাডায়। সেখানেই তারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

এদিকে গতকাল সকালে নাইম-শাবনাজ তাদের নিজস্ব ফেসবুক পেজ ‘Naim Shabnaj’-এ নিজেদের ছয় মাস বয়সের দুটি ছবি পোস্ট করেছেন। এই ছবি দেখে তাদের ভক্ত, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন, সহকর্মীরা তাতে নানা ধরনের কমেন্টস করছেন। নাইমণ্ডশাবনাজ সেসব কমেন্টসের রিপ্লাইও দিচ্ছেন। প্রত্যেকেই বেশ আগ্রহ নিয়ে নানা ধরনের প্রশ্ন করছেন। নাইম বলেন, ‘আমার যতদূর মনে আছে, আমার জন্ম হয়েছে রাজধানীর গ্রিন রোডে ডা. ফিরোজা বেগমের তত্ত্বাবধানে। জন্মের পর সবাই বলছিলেন আমি দেখতে মায়ের মতো হয়েছি। কিন্তু এই বড়বেলায় এসে অনুভব করতে পারছি, আমি আসলে আমার বাবার মতোই হয়েছি দেখতে। আর ফেসবুকে যে ছবিটি দিয়েছি, এটা ভুল না করে থাকলে ৭১-এর নভেম্বর মাসে তোলা। করটিয়া জমিদারবাড়ির বাগানে সাদা চাদরে আমাকে রেখে তোলা ছবি। ছবিটা চোখের সামনে কত কত স্মৃতি নিয়ে এলো। ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি।’

শাবনাজ বলেন, ‘আম্মার কাছ থেকে জানা আমার জন্ম হয়েছে শান্তিনগরে ডা. ফরিদার তত্ত্বাবধানে। ছোটবেলায় আমি দেখতে মায়ের মতোই ছিলাম। আমার যদি ভুল না হয়ে থাকে, তবে ছয় মাস বয়সের এই ছবি ১৯৭৫-এর এপ্রিলে তোলা। ছবিটি পোস্ট দেওয়ার পর আমাদের দুজন ঘিরে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নানা ধরনের কৌতূহলোদ্দীপক প্রশ্ন দেখে ভীষণ ভালো লেগেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close