বিনোদন প্রতিবেদক

  ২১ সেপ্টেম্বর, ২০২১

৮০ পর্বে ‘মেহমান’

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে ধারাবাহিক ‘মেহমান’-এর ৮০তম পর্ব প্রচার হবে। নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার প্রচার হবে। আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সাজু খাদেম, আরফান আহমেদ, নিলয় আলমগীর, রওনক হাসান, তানজিকা, অর্ষা, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, মারজুক রাসেল, জয়রাজ, শামীম সরকার, জামিল প্রমুখ।

নাটকের গল্পে দেখা যায়, ‘রহমান মিয়া গ্রামের সম্পদশালী মানুষ, স্বভাবে বেশ কৃপণ। তার স্ত্রী শেফালী একেবারে ভিন্ন মেরুর, অনেক দিল দরিয়া মানুষ। প্রতিবেলায় তার ঘরে মেহমান থাকা চাই-ই চাই! এই নিয়ে স্বামী-স্ত্রীর দা-কুমড়া সম্পর্ক। কিন্তু স্ত্রী এতটাই মেজাজি, রহমান ভয়ে স্ত্রীর কথা টপকাতে পারে না। এই দম্পতির কোনো সন্তান নেই, কাদের ও ময়নাকে তারা ছোট থেকেই লালন-পালন করছে, তাই কাদের ও ময়না তাদের মা-বাবা ডাকে। বড় বিপদে আছে কাদের ও ময়না, বাবার পক্ষ নিলে মা রাগ করে, মায়ের পক্ষ নিলে বাবা রাগ করে। বাধ্য হয়েই কাদের ও ময়না বাবা-মার সঙ্গে তাল মিলিয়ে চলে।’ এভাবেই এগিয়ে যায় গল্প।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close