বিনোদন প্রতিবেদক

  ২৩ জানুয়ারি, ২০২১

জানোয়ারের পর সিনেম্যাটিকে ট্রল

ওটিটি প্ল্যাটফরম সিনেম্যাটিকে প্রকাশ পেয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘ট্রল’। একই প্ল্যাটফরমে মুক্তিপ্রাপ্ত ‘জানোয়ার’ নামের ওয়েব ফিল্মটি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। সে প্রশংসার রেশ কাটতে না কাটতেই লাইভ টেকনোলজিসের ওটিটি প্ল্যাটফরম ‘সিনেম্যাটিক’ মুক্তি দিল ‘ট্রল’। স্বরূপ চন্দ্রদের রচনায় এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। ৯০ মিনিটের এই ওয়েব ফিল্মে একজন সাইলেন্ট কিলারের গল্পে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ।

ওয়েব ফিল্মটি নিয়ে নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, একটা সাইলেন্ট কিলারের গল্প নিয়েই ট্রল। যেখানে একসঙ্গে অনেকগুলো গল্প দেখতে পাবেন দর্শক। চেয়েছি ভিন্ন কিছু করতে। অপূর্ব ভাইও দারুণ অভিনয় করেছেন এতে। তবে এই গল্প বোধের কিংবা প্রতিশোধের যাই হোক না কেন, এতে আরো একটু মানবিক, আরো একটু সহানুভূতিশীল হওয়ার আহ্বান রয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের পরিচালক তামজিদ অতুল বলেন, ‘মানহীন কোনো কাজ নয়, আমরা জেনুইন ভালো কনটেন্ট দিয়ে ইউজারদের সিনেম্যাটিক চিনিয়েছি। আগামীতে এটাই অব্যাহত থাকবে। তার ধারাবাহিকতায় জানোয়ারের পর মুক্তি দিলাম ট্রল।’

এদিকে ‘ট্রল’ ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণ ছাড়াও আরো আছেন শতাব্দী ওয়াদুদ, অপু, সদ্য প্রয়াত অভিনেত্রী লরেন মেন্ডেস, পড়শি প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close