বিনোদন প্রতিবেদক

  ১৭ আগস্ট, ২০১৯

‘আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করি’

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। দুই পর্দাতেই অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। তবে, গ্ল্যামারাস আর গতানুগতিক কাজের বাইরে শুধু অভিনয় দিয়েই দর্শক হৃদয়ে স্থান করে নিতে চান তিনি। দীর্ঘদিন পর এই অভিনেত্রী বড় পর্দায় ফিরেছেন, অভিনয় করেছেন ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ভালোবাসার রাজকন্যা’ শিরোনামের একটি চলচ্চিত্রে। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন মডেল-অভিনেতা শিপন মিত্র। সিনেমাটি নির্মাণ করেছেন রাজু আলীম। এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, কাহিনিকার হুট করেই গল্পটার কথা বলেছিলেন। স্ক্রিপ্ট পাঠানোর পর দেখি চমৎকার একটা গল্প। চরিত্রটা আমার খুব পছন্দ হয়ে যায়। প্রথম রোজার দিন নেপাল থেকে শুটিং শেষ করে ঢাকায় ফিরি। ঢাকায়ও কাজ হয়েছে। মানুষের জীবনের সংকট নিয়ে এই ছবির গল্প। আমার কাছের যারা ছবিটি দেখেছেন সবার কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি।

এটি ছাড়াও মৌসুমী হামিদের অভিনয়ে মুক্তির অপেক্ষায় আছে ‘গোর’ শিরোনামের একটি চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। এছাড়া তার হাতে আছে আরিফুর জামানের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামের একটি চলচ্চিত্র। এতে তিনি রাজলক্ষ্মীর চরিত্রে অভিনয় করছেন। ‘জালালের গল্প’, ‘ব্ল্যাকমেইল’ ও ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেমকাহিনি’সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হন এই অভিনেত্রী। তবুও চলচ্চিত্রে তার উপস্থিতি কম কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে চাই। কিন্তু জানি না কেন আমাকে নির্মাতারা ডাকেন না। আমার অভিনীত সব সিনেমা দর্শক প্রশংসিত হয়েছে। এরপরও আমি চলচ্চিত্রে নিয়মিত নেই। সত্যি বলতে, অনেকের মতো আমি চলচ্চিত্রের নির্মাতাদের সঙ্গে লেজুড়বৃত্তি করতে পারি না। এ কারণেই হয়তো আমার সিনেমার সংখ্যা কম। তবে আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করি। এদিকে ঈদে প্রায় প্রতিটি টিভি চ্যানেলে থাকছেন মৌসুমী হামিদ। এবার এক ডজন নাটকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো মঞ্জুরুল আলমের ‘হৃদয় ডানার প্রজাপতি’, মাকসুদুর রহমান বিশালের ‘তোমাকে বলে দেব’, সহিদুন নবীর ‘কোরবানি’, নাজমুল রনির ‘তোমার জন্য আমি’ ও রেদওয়ান রনির ‘বিহাইন্ড দ্য পাপ্পি’। ঈদের নাটকে মৌসুমী হামিদের এবারের চরিত্রগুলো কেমন? জবাবে এই অভিনেত্রী বলেন, একেকটা নাটকের গল্প একেক রকম। গ্ল্যামারাস আর গতানুগতিক কাজ ছেড়ে দিয়েছি। আমার চরিত্রগুলোয় বৈচিত্র্য আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close