বিনোদন প্রতিবেদক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

বঙ্গবন্ধু হত্যাকান্ড নিয়ে আরো তিন কাহিনিচিত্র

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস ও ইতিহাসের বর্বরোচিত হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ওপর রচিত সহিদ রাহমানের সাড়াজাগানো গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে নির্মিত সিরিজ কাহিনিচিত্রের আরো তিনটি প্রযোজনা নির্মিত হয়েছে। এগুলো হলো ‘পঁচাত্তরের ডায়েরি’ ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ ও ‘পঁচাত্তরে লালু’। মর্মস্পর্শী গল্পের ‘পঁচাত্তরে লালু’ কাহিনিচিত্রটি রচনা করেছেন সহিদ রাহমান, চিত্রনাট্য করেছেন সাইয়েদ আহমাদ ও পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয় করছেন আহমেদ রুবেল, জিয়াউল হাসান কিচলু, মোমেনা চৌধুরী ও শিশুশিল্পী যায়ান। ‘পঁচাত্তরের ডায়েরি’ রাকেশ বসুর চিত্রনাট্যে পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, শাহাদাত হোসেন, মনোজ, তানিয়া বৃষ্টি, জাহাঙ্গীর আলম, সাজেদুল হক, মাস্টার শাকিলসহ অনেকে। আর ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ সহিদ রাহমানের চিত্রনাট্যে পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রওনক হাসান, হিমিসহ অনেকে। তিনটি কাহিনিচিত্রই এ বছর বঙ্গবন্ধুর জন্মদিন বা প্রয়াণ দিবসে তিনটি ভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close