বিনোদন প্রতিবেদক

  ০৩ জানুয়ারি, ২০১৯

দিন যাচ্ছে, কিন্তু অপেক্ষা শেষ হচ্ছে না : শার্লিন

গত বছরটা ছিল ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শার্লিন ফারজানার জন্য এক অন্যরকম চ্যালেঞ্জের বছর। কারণ গত বছরই তিনি তার প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’র কাজ শেষ করেছেন। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। অনেকেই ধারণা করেছিলেন, শার্লিনের প্রথম সিনেমা ২০১৮ সালেই মুক্তি পাবে। কিন্তু শেষতক তা আর হলো না। তাই শার্লিনভক্তদের সামনে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল এ বছরই শার্লিন অভিনীত প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাস বাতাস’ নিয়ে হাজির হচ্ছেন। ঊনপঞ্চাশ বাতাসের মুক্তির অধীর আগ্রহে অপেক্ষা করছেন শার্লিন। শার্লিন বলেন, ‘প্রথম সিনেমা আমার, তাই কী যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি নিজেকে বড়পর্দায় দেখার। দিন যাচ্ছে, কিন্তু অপেক্ষা আমার শেষ হচ্ছে না। তবে শিগগিরই এ অপেক্ষা শেষ হবে। অনেক যতœ নিয়ে উজ্জ্বল ভাই চলচ্চিত্রটি নির্মাণ করছেন। আমি খুব আশাবাদী আমার প্রথম চলচ্চিত্র নিয়ে।

এদিকে আজ শার্লিনের জন্মদিন। তবে কোনো পরিকল্পনা নেই তার জন্মদিনে। কারণ মাকে ছাড়া এবার তার দ্বিতীয় জন্মদিন বাবাকে সঙ্গে নিয়েই কাটাতে হবে। শার্লিনের মন খারাপ তাই। সব সময়ই তার জন্মদিনে মা ফরিদা খান দিনটিকে বিশেষভাবে উদ্যাপন করতেন। কিন্তু ২০১৬ সালে শার্লিন তার জীবনের শ্রেষ্ঠ মানুষ, তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন তার মাকে হারিয়েছেন তিনি। তাই মাকে ছাড়া এবারের জন্মদিন কেমন কাটবে জানেন না তিনি। শার্লিন বলেন, মা নেই এখনো ভাবতে পারি না আমি। আমার প্রতিটি নিঃশ্বাসে এখনো মাকে খুঁজে পাই। মাকে ছাড়া এবারের জন্মদিনও কেমন কাটবে আমি নিজেও জানি না। শুধু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মাকে বেহেশত নসিব করেন। এদিকে এরই মধ্যে শার্লিন ফারজানা শুভ্র খানের নির্দেশনায় জিটিভির জন্য ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটক শুভমিতায় অভিনয় করেছেন। এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। মেহেদী হাসান জনির নির্দেশনায় ‘গল্পটা তোমার জন্য নয়’ নাটকেও অভিনয় করেছেন শার্লিন। ছয়পর্বের ধারাবাহিকে তার সহশিল্পী হিসেবে আছেন গহিন বালুচরখ্যাত অভিনেতা তানভীর এবং ‘গল্পটা তোমার জন্য নয়’তে তার বিপরীতে আছেন মনোজ। এ ছাড়া তিনি শেষ করেছেন আদনানের নির্দেশনায় ফিকশন ‘অতল জলের গল্প’র কাজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close