বিনোদন প্রতিবেদক

  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

তন্বীর অভিনয়ে অনুপ্রেরণা সুবর্ণা-জয়া

দেশের একটি শীর্ষ প্লাটফর্মে প্রতিযোগিতার মধ্য দিয়ে মায়ের অনুপ্রেরণায় মিডিয়ায় নিজেকে সম্পৃক্ত করেন এ সময়ের তরুণ অভিনেত্রী সানজিদা তন্বী। ২০১৪ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় শীর্ষ আটে ছিলেন তিনি। তার পরের পথচলাটা ছিল ভীষণ চ্যালেঞ্জের। ছোট পর্দায় অভিনয় আর উপস্থাপনা নিয়েই কেটেছে তার সেই চ্যালেঞ্জিং সময়টা। শুরুতেই তিনি দীপংকর দীপনের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘লাভগুরু পটকম’-এ কাজ করার সুযোগ পান। আর এর পরপরই আরেকজন মেধাবী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নির্দেশনায় কাজ করেন। তারপর আরো কয়েকজন প্রতিথযশা পরিচালকের নির্দেশনায় নাটকে কাজ করে তন্বী নিজেকে একটু একটু করে একজন অভিনেত্রীতে পরিণত করার চেষ্টা করেন। এরই মধ্যে তন্বী অভিনীত জনপ্রিয় ধারাবাহিক নাটক সোলাইমান জয় পরিচালিত ‘খানদানী পরিবার’ এশিয়ান টিভিতে প্রচার শেষ হয়েছে। গেল ঈদে শাহনেওয়াজ রিপনের ‘চাঁদের চাঁদা’, আকাশ রঞ্জনের ‘উচিত কথা’, বিটিভিতে প্রচারিত ‘আমি তো প্রেমে পড়িনি’, আনোয়ার হোসেনের ‘এটা আমাদের গল্প’ নাটকে তন্বী তার অভিনয় দিয়ে নতুন হিসেবে দর্শকের মন জয় করেছেন। নতুন হিসেবে তিনি তার অভিনয়ে দিয়ে বেশ আলোচনাতেও এসেছেন। এদিকে এরই মধ্যে গেল সপ্তাহে তন্বী ইফতেখার ইফতির নির্দেশনায় নতুন ধারাবাহিক নাটক ‘পিরিতপুর’-এর কাজ শুরু করেছেন। এ ছাড়া আকাশ রঞ্জনের নির্দেশনায় বৈশাখী টিভিতে ‘রসের হাঁড়ি’ এবং দীপ্ত টিভিতে ‘সন্দেহ ভাইরাস’ ধারাবাহিক দুটি নিয়মিত প্রচার হচ্ছে। বড় পর্দায় কাজ করার স্বপ্ন আছে কি? এমন প্রশ্নের জবাবে তন্বী বলেন, ‘আমার অভিনয়ে অনুপ্রেরণা সুবর্ণা মুস্তাফা ম্যাডাম এবং জয়া আহসান আপু। তাদের অভিনয় ছোটবেলা থেকেই ভীষণ উপভোগ করতাম আমি। সব সময়ই আমি একজন ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে আসছি। আমার সেই স্বপ্ন দেখেই আমার মা লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা বলেন। আপাতত চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে নেই। কারণ আমি এখন নিয়মিত ছোট পর্দায় কাজ করছি। এখানেই নিজেকে ভালোভাবে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমি অবশ্যই কৃতজ্ঞ চলার পথে, যাদের সহযোগিতা পাচ্ছি। যেমন পরিচালক, সহশিল্পীসহ অন্য বাকি যারা আছেন। উল্লেখ্য, চ্যানেল আইয়ে প্রচার চলতি রিয়েলিটি শো ‘বাংলাবিদ’-এর নিয়মিত উপস্থাপনা করছেন তন্বী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close