ক্যাম্পাস ডেস্ক

  ০৫ মে, ২০২১

ডিআইইউর ‘এক ব্যাগ আনন্দ’ বিতরণ

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম স্থান অর্জন করার আনন্দ ভাগাভাগি করে নিতে ৩০০০ হাজার অসহায় দুস্থদের মধ্যে ‘এক ব্যাগ আনন্দ’ শিরোনামে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। গত বৃহস্পতিবার ২৯ এপ্রিল আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের (ডিআইএসএস) উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এক ব্যাগ আনন্দ’ কার্যক্রম শুরু হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের সুবিশাল মাঠে সামাজিক দূরত্ব মেনে এবং যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আশপাশের এলাকা থেকে আসা অসচ্ছল মানুষদের মধ্যে পবিত্র রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য। টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এক র‌্যাংকিং। এই র‌্যাংকিংয়ে স্থান পাওয়া ড্যাফোডিলের জন্য এবং একই সঙ্গে বাংলাদেশের জন্য এক অভূতপূর্ব আনন্দের উপলক্ষ। এই আনন্দকে সবার সঙ্গে উদ্যাপন করতেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সব ধরনের আনন্দ অসচ্ছল মানুষদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close