প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ এপ্রিল, ২০২৪

মোদির বিরুদ্ধে হাজারো অভিযোগ নির্বাচন কমিশনে

ভারতের রাজস্থানে গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক নির্বাচনী বক্তৃতায় তীব্র মুসলিমবিদ্বেষী মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো। এ নিয়ে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে হাজার হাজার চিঠি জমা পড়েছে। তবে নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ওই ভাষণে মোদি দাবি করেন, বিরোধীরা ভোটে জিতে দেশের ক্ষমতায় এলে সাধারণ মানুষের সম্পদ ‘অনুপ্রবেশকারী’দের মধ্যে বিলি করে দেবে।

রাজস্থানে জনসভায় ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি আরো বলেন, ‘যাদের বেশি বেশি ছেলেমেয়ে আছে’ বিরোধী কংগ্রেস তাদের মধ্যেই দেশের ধনসম্পদ ভাগবাটোয়ারা করে দিতে চায়। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি ভারতের মুসলিম সম্প্রদায়ের প্রতিই ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ওই সভায় মোদি বলেন, সরকারে থাকাকালে কংগ্রেস বলেছিল দেশের সম্পদের ওপর মুসলিমদের অধিকার সবার আগে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close