প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ মার্চ, ২০২৪

ইসরায়েলি হামলায় সিরিয়ায় ৩৮ জন নিহত

উত্তর সিরিয়ার আলেপ্পো শহরে ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাঁচ সদস্যসহ ৩৮ জন নিহত হয়েছেন। দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। গতকাল শুক্রবার ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আলেপ্পোয় ইসরায়েল ও জঙ্গিগোষ্ঠীর হামলার পর বেশ কয়েকজন বেসামরিক ও সামরিক কর্মী নিহত হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটে আলেপ্পোর গ্রামাঞ্চলের বেশ কয়েকটি এলাকা লক্ষ করে ইসরায়েলি বিমান হামলা চালায়। বিমান হামলাটি ইদলিব এবং পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো থেকে পরিচালিত ড্রোন হামলার সঙ্গে মিলে যায়, যেটি আলেপ্পো এবং এর আশপাশের বেসামরিক নাগরিকদের লক্ষ করে ‘সন্ত্রাসী সংগঠন’ দ্বারা পরিচালিত বলে বর্ণনা করেছে মন্ত্রণালয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close