প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ জানুয়ারি, ২০২৪

আইসিজেতে শুনানি

গাজা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ইসরায়েলের শীর্ষ পর্যায়ের

আইসিজেতে গণহত্যার অভিযোগের বিষয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করবে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধারাবাহিক হামলা ও গণহত্যার অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রতি নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে দক্ষিণ আফ্রিকা। মামলার শুনানির প্রথম দিন দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা তাদের বক্তব্যে গাজায় সামরিক অভিযান বন্ধের আবেদন জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে গাজা উপত্যকাকে গুঁড়িয়ে দেয়ার বিষয়ে ইসরায়েলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ ছিল।

দক্ষিণ আফ্রিকার আইনজীবী আদিলা হাসিম বলেন, গত ১৩ সপ্তাহে ইসরায়েলের গণহত্যা এমন পর্যায়ে পৌঁছেছে, যা এই আদালতের আদেশ ছাড়া বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ নাকচ করে দিয়েছে ইসরায়েল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close