প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ জুন, ২০২৩

চার্চকর্মীদের নির্যাতনের শিকার ৯২৭ শিশু

১৯৪০ সাল থেকে শৈশবে স্পেনের ক্যাথলিক চার্চের পাদরি এবং চার্চের কর্মীদের হাতে যৌন নির্যাতনের শিকার ৯২৭ জনকে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া নিপীড়নকারী ৭২৮ জনকে শনাক্ত করা হয়েছে। চার্চের এ-সংক্রান্ত তদন্তে বিষয়টি উঠে এসেছে।

স্প্যানিশ বিশপস সম্মেলনের মুখপাত্র জোসে গ্যাব্রিয়েল ভেরা বলেছেন, ‘আমরা ক্ষতির বিষয়টি স্বীকার করি।’

যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং ফ্রান্সের মতো দেশে যৌন নিপীড়নের কেলেঙ্কারিগুলো চার্চকে নাড়া দেওয়ার কয়েক বছর পর স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস স্পেনে এক হাজার ২০০ টিরও বেশি যৌন নিপীড়নের অভিযোগ সামনে নিয়ে আসে। ২০২১ সালে প্রকাশিত ওই প্রতিবেদন স্পেনে আলোচিত হয়েছিল। এর পরপরই স্পেনের ন্যায়পালের নেতৃত্বে একটি এবং চার্চের নিজস্ব অভ্যন্তরীণ তদন্তসহ বেশ কটি অনুসন্ধান শুরু করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close