প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ জুন, ২০২২

আমাজনে নিখোঁজ ব্রিটিশ সাংবাদিকের মরদেহ উদ্ধার

ব্রাজিলের আমাজন জঙ্গলে পাওয়া মানুষের দেহাবশেষের ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তা নিখোঁজ ব্রিটিশ সাংবাদিক ডম ফিলিপসের। শুক্রবার ব্রাজিলের পুলিশ আরো জানিয়েছে, এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে এক পুরুষের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর কারণ শনাক্তের প্রক্রিয়া চলছে। পুলিশি তল্লাশির সময়ে পাওয়া আরেকটি দেহাবশেষ আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরেইরার বলে ধারণা করা হচ্ছে। তবে ওই দেহাবশেষটি শনাক্তকরণের প্রক্রিয়া এখনো চলছে। পেরেইরা এবং ফিলিপস গত ৫ জুন পেরু এবং কলম্বিয়ার সীমান্তবর্তী প্রত্যন্ত জাভারি উপত্যকায় নিখোঁজ হন। এই সপ্তাহের শুরুর দিকে, পুলিশ জঙ্গলের একটি কবর থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করে। আমারিলদো দা কস্তা অলিভেরা নামে এক জেলে এই দুজনকে হত্যার কথা স্বীকার করেছে। গার্ডিয়ান এবং ওয়াশিংটন পোস্টের জন্য লেখা ফ্রিল্যান্স রিপোর্টার ফিলিপস একটি বই লেখার গবেষণার জন্য অ্যামাজনে যান।

তার সঙ্গে ছিলেন আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরেইরা। তিনি আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাইয়ের সাবেক প্রধান।

পুলিশ বলেছে তাদের তদন্তে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই হত্যাকাণ্ডে অলিভেরার বাইরে আরো ব্যক্তি জড়িত ছিল এবং তারা এখন জেফারসন দা সিলভা লিমা নামে একজনকে খুঁজছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close