প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ অক্টোবর, ২০২১

রাশিয়ায় বিষাক্ত মদপানে ২৬ জনের মৃত্যু

রাশিয়ায় বিষাক্ত মদপানে ২৬ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে দেশটির কাজাখস্তান সীমান্তবর্তী ওরেনবার্গ অঞ্চলে স্থানীয়ভাবে তৈরি মদপানের পর এর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

বিষাক্ত মদপানের ঘটনায় গত বৃহস্পতিবারই ৯ জনের মৃত্যু হয়। শনিবার এ সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখনো বিষক্রিয়ায় ভুগছেন আরো ২৮ জন।

রাজধানী মস্কো থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দক্ষিণপূর্বের অঞ্চলটিতে বিক্রি হওয়া অ্যালকোহল পণ্যের নিরাপত্তা মান যাচাই করতে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির আঞ্চলিক শাখা একটি তদন্ত শুরু করেছে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়ভাবে উৎপাদিত এসব অ্যালকোহল পণ্যের মান নিয়ন্ত্রণের বিষয়টি তারা যাচাই বাছাই করে দেখছেন। এরই মধ্যে অনুপযোগী মদ তৈরি ও বিপণনের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close